আর্মিতে নিয়োগ শুরু - শিক্ষা HSC - লাস্ট ডেট ২৪ এপ্রিল
🢅🢀🢁🢂🢄🢃🢅🢆🢇⋙⋘ যোগ্যতাঃ
বয়স। ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৬ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত শারীরিক যোগ্যতা (ন্যূনতম)।
প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
[ ক্রমিক
ক।
[
শারীরিক যোগ্যতা
উচ্চতা
ওজন*
১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
মহিলা প্রার্থীদের জন্য
১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)
|৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
বুক
পুরুষ প্রার্থীদের জন্য
প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম)।
ক। জাতীয় মাধ্যম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে
জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ। খ। ইংরেজী মাধ্যম। 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে
২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা
'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি
বিষয়ের মধ্যে ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ। ২০২৩ সালের এইচএসসি/ 'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং 'ও' লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে
'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।
২০২৩ সালের এইচএসসি/এ' লেভেল পরীক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পূর্বে
আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। তবে, বিএমএ'তে যোগদানের পূর্বে অবশ্যই ফলাফল প্রকাশিত
হতে হবে।
81
বৈবাহিক অবস্থা। অবিবাহিত। জাতীয়তা।
|
৫ । জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।
অযোগ্যতা :
সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। १। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু'বার স্কীল্ড আউট অথবা দু'বার প্রত্যাখ্যাত (একবার ফ্রিল্ড আউট এবং একবার
প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)। ৮।
যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।
১১ । প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
১২ । দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ।
অনলাইনে আবেদনের পদ্ধতি ঃ
১৩। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১৪। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home
Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। ১৫। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA / Master Card, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
I'm interested
ReplyDelete