Tuesday, February 28, 2023
Monday, February 27, 2023
আর্মিতে নিয়োগ শুরু - শিক্ষা HSC - লাস্ট ডেট ২৪ এপ্রিল
🢅🢀🢁🢂🢄🢃🢅🢆🢇⋙⋘ যোগ্যতাঃ
বয়স। ০১ জানুয়ারি ২০২৪ তারিখে ১৬ হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত শারীরিক যোগ্যতা (ন্যূনতম)।
প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।
[ ক্রমিক
ক।
[
শারীরিক যোগ্যতা
উচ্চতা
ওজন*
১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
মহিলা প্রার্থীদের জন্য
১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড)
|৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)
বুক
পুরুষ প্রার্থীদের জন্য
প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম)।
ক। জাতীয় মাধ্যম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে
জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ। খ। ইংরেজী মাধ্যম। 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে
২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা
'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি
বিষয়ের মধ্যে ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ। ২০২৩ সালের এইচএসসি/ 'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং 'ও' লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে
'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।
২০২৩ সালের এইচএসসি/এ' লেভেল পরীক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পূর্বে
আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। তবে, বিএমএ'তে যোগদানের পূর্বে অবশ্যই ফলাফল প্রকাশিত
হতে হবে।
81
বৈবাহিক অবস্থা। অবিবাহিত। জাতীয়তা।
|
৫ । জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।
অযোগ্যতা :
সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। १। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু'বার স্কীল্ড আউট অথবা দু'বার প্রত্যাখ্যাত (একবার ফ্রিল্ড আউট এবং একবার
প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)। ৮।
যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৯। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।
১১ । প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
১২ । দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ।
অনলাইনে আবেদনের পদ্ধতি ঃ
১৩। ২৪ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১৪। আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home
Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। ১৫। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, VISA / Master Card, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
সরকারি ফ্যামিলি ওয়েলফেয়ার পদে HSC পাসেই ১৮৪০৯ টাকা বেতনে চাকরি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়
তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। www.tarabopaurashava.com
স্মারক নং-তারাব পৌ:/ইউপিএইচসিএসডিপি-২/২০20/8021
তারিখঃ 22/02/202.5 :
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত "আরবান প্রাইমারী হেথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কতিপয় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম
পদ
বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন (সর্ব মোট
বিশেষজ্ঞ চিকিৎসক (শিশু)
সর্ব্বোচ ৬০ বছর
এমবিবিএসসহ শিশুরোগ সম্পর্কিত পোষ্ট গ্রাজুয়েশনডিগ্রী/ডিপ্লোমাধারী। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫৩,৩৮৫/-
ফ্যামিলি ওয়েলফার এ্যসিসটেন্ট
সর্ব্বোচ ৩০ বছর
উচ্চ মাধ্যমিক পাশ। পরিবার পরিকল্পনা কাজে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধীকার। শুধু মহিলা প্রার্থী আবেদন যোগ্য ।
১৮,৯০৪/-
শর্তাবলীঃ
১. প্রার্থীকে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে।
২. আবেদনপত্র আগামী ০৭.০৩.২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পৌছাতে হবে। উক্ত তারিখের পর কোন ভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৩. আবেদনপত্রের সাথে সন তেল ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদ
(প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি দাখিল করতে হবে। ৪. আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের মূলকপি যৌখক পরীক্ষার অবশ্যই প্রদর্শন করতে হবে।
৫. নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের বিধি মোতাবেক সাকুল্যে বেতনে নিয়োগ
প্রাপ্ত হবেন। নিয়োগপত্রই প্রকল্প সমাপ্তি শেষে চাকুরী হতে অব্যাহতি পত্র হিসাবে গণ্য হবে। ৬. কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞতি বাতিল/সংশোধন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
হাছিনা গাজী
স-৪২৭ (৬৩)
মোর, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ ও সভাপতি, নিয়োগ কমিটি ইউপি এইচসিএসডিপি ২. ভারাব পৌরসভা, নারায়ণগঞ্জ।
Sunday, February 26, 2023
ওষুধ প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্ত - অনলাইনে আবেদন জমা দিন
পদের নাম ও বেতনস্কেল
(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) কম্পিউটার অপারেটর।
হিসাব সহকারী
১০২০০-২৪৬৮০/-
সাঁটমুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর। ১০২০০-২৪৬৮০/-
টেকনিক্যাল এসিসটে ১০২০০-২৪৬৮০/-
স্টোরকিপার
১০২০০-২৪৬৮০/-
ল্যাবরেটরী এসিসটেন্ট
অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
১৩০০-২২৪৯০/-
অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:-
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dgda.teletalk.com.bd ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরুপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৭ মার্চ, ২০২৩ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
(খ) online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা দিবেন।
Saturday, February 25, 2023
নতুন নিয়মে রেলের টিকেট কেনার ক্ষেত্রে ১৭ টি প্রশ্নের উত্তর
আগামী ১ মার্চ হতে NID বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতিত টিকিট ক্রয় করা যাবে না মর্মে রেলওয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের মাঝে এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এসকল প্রশ্নের উত্তর নিম্নে দেওয়ার চেস্টা করা হলো:
পল্লী বিদ্যুৎ মিটার রিডার (Meter Reader) পদে ১৪৭০০ বেতন বেড়ে হবে ২৬৪৮০ টাকা
শেখ হাসিনার উদ্যোগ
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২
ISO 9001: 2015 Certified
ফোন : অফিস ০২-৫৫০৬১৬১৮, অভিযোগ কেন্দ্র ০২-৫৫০৬১৬১১, ই-মেইল- barisalpbs2@gmail.com, ওয়েব সাইট www.pbs2.barisal.gov.bd
পোঃ ক্যাডেট কলেজ, বরিশাল
BARISAL PALLI BIDYUT SAMITY-2
স্মারক নং- ২৭.১২.0603.528.02.008.23. ৩১৬৬
-: নিয়োগ বিজ্ঞপ্তি ঃ-
তারিখ- ০৩/১১/১৪২৯ বঙ্গাব্দ। 16/02/2013 খ্রিঃ
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নিম্নবর্ণিত চুক্তিভিত্তিক পদে লোকবল নিয়োগ / প্যানেল প্রস্তুতের নিমিত্ত আগ্রহী প্রাক্তন মিটার রিডার (চুক্তিভিত্তিক)/ ম্যাসেঞ্জার
(চুক্তিভিত্তিক)/ মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) গণের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
ক্রঃ নং
পদের নাম
বেতন স্কেল
প্রার্থীর যোগ্যতা
প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫২ (বায়ান্ন) বছর (২৮/০২/২০২৩ খ্রিঃ তারিখে)। ০২। অভিজ্ঞতাঃ
মিটার রিডার- কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)
পৰিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৪,৭০০.০০ হতে ২৬,৪৮০,০০ টাকা সহ পবিস নির্দেশিকা / সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতাদি অথবা পূর্ববর্তী পরিস-এর এলপিসি অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা হইবে।
০১৷৷ বয়সসীমাঃ
আগ্রহী প্রার্থীর মিটার রিডার (চুক্তিভিত্তিক)/ ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/ মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে ০৩ (তিন) বছর / ০৬ (ছয়) বছর/ ০৯ (নয়) বছর ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্মসম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। বাপবিবোর্ডের এতদসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
০৩। অন্যান্য যোগ্যতাঃ
ক) প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত, ব্যক্তিত্ব সম্পন্ন, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের
অধিকারী হতে হবে। খ) প্রার্থীর নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে এবং বাই-সাইকেল চালনায় পারদর্শী
হতে হবে। গ) প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয়ে অর্থাৎ যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
শর্তাবলী :
০১। চুক্তির সময়কাল :
নির্বাচিত প্রার্থীকে ০৩ (তিন) বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। চুক্তিকালীন কাজকর্ম ও প্রতি বছরের কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর কর্তৃপক্ষের ইচ্ছাক্রমে ন্যূনতম ২/১ দিন বিরতি দিয়ে পুনরায় ০৩ (তিন) বছর মেয়াদে ২য় চুক্তি সম্পাদন এবং একই নিয়মে সুষ্ঠুভাবে কর্মসম্পাদনের পর সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে পুনরায় আরও ০৩ (তিন) বছর মেয়াদের জন্য ৩য় চুক্তি সম্পাদন করা যেতে পারে। তবে সর্বোচ্চ (03-0303) = ০৯ (নয়) বছর অথবা ৫৫ বছর বয়স পর্যন্ত (যেটি আগে আসে) অত্র সমিতিতে চাকুরীতে নিয়োজিত থাকতে পারবেন।
০২। আবেদনপত্র পূরণ ও জমা দান :
আগ্রহী প্রার্থীগণ বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ওয়েব সাইট ( Web: www.pbs2.barisal.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং- পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) A-4 সাইজের কাগজে ডাউন লোড অথবা বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর হতে সংগ্রহ পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৮/০২/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২, পোঃ- ক্যাডেট কলেজ, বরিশাল বরাবর ডাক যোগে প্রেরণ করতে হবে। নির্দিষ্ট ফরম ব্যতিত সাদা কাগজে / টাইপকৃত কাগজে এবং বিলম্বে প্রাপ্ত কোন আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না।
০৩॥ আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি সংযুক্ত করতে হবে :
ক)
০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি,
খ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এর সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি,
ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ / পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ পত্র,
e) চ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা বিআরইবি/ পবিস এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র, সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত "অভিজ্ঞতা সনদ” যা এজিএম (প্রশাসন / এইচ আর) কর্তৃক সত্যায়িত থাকতে হবে।
অঃ পূঃ দ্রঃ
Friday, February 24, 2023
চা বোর্ড সরকারি জব সার্কুলার - HSC/ SSC - বেতন পদভেদে ৩০২৩০ পর্যন্ত
Thursday, February 23, 2023
পুলিশ হেডকোয়াটার্স থেকে একদম নতুন জব সার্কুলার বেতন ২৪৬৮০ টাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা www.police.gov.bd
০৯ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.
তারিখঃ-
স্মারক নং- ৪৪,০১,০০০০,০০9.01.00120-0
নিয়োগ বিজ্ঞপ্তি
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ছাড়পত্রপ্রাপ্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত উল্লিখিত জেলা ব্যতিত বাংলাদেশের অন্যান্য সকল
জেলার স্থায়ী নাগরিকদের
নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ-
ঃ নং
পদের নাম, বেতন স্কেল ও পদের সংখ্যা
১. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড-১৪ বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
পদের সংখ্যা-০৪ (চার) টি
যে সকল জেলার
সে সীমা
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
(১) সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮
(১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় মাদারীপুর,
হতে ৩০ বছর।
শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। (২) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word
খাগড়াছড়ি, ফেনী, কুড়িগ্রাম, গাইবান্ধা,
(২) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩০ বছর।
বাগেরহাট, নড়াইল,
Processing / Data Entry Typing এর চুয়াডাঙ্গা, বরিশাল, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ ও বরগুনা এবং | বাংলায়-২৫ শব্দ হতে হবে। www.prebd.com পটুয়াখালী (৩) সাঁটলিপি লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৭০ ও বাংলায়-৪৫ শব্দ হতে হবে। তবে সকল জেলার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান | বিষয়সহ স্নাতক ডিগ্রী।
(৩) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
এতিমখানা নিবাসী 19 শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগ করতে আবেদন
২. পরিসংখ্যান গ্রেড-১৪
সহকারী
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- পদের সংখ্যা-০১ (এক) টি
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক
(১) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক
পারবেন।
সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (২) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/Data Entry Typing a সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ২০ বাংলায়-২০ শব্দ হতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- পদের সংখ্যা-১৪ (চৌদ্দ) টি
শর্তাবলীঃ-
১. প্রার্থীদের বয়স ০১/02/2013 খ্রি. তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২. জনপ্রশাসন মন্ত্রাণালয় কর্তৃক জারিকৃত পত্র নং-০৫,00,0000, 190, 11.019,20 ১৪৯ তারিখ- 22/09/2012 থ্রি অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রার্থীদের বয়স
20/03/2020 খ্রি. তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৩. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের
সম্মতিপত্র প্রদর্শন করতে হবে। ৪. নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা (জেলা, মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, আনসার-ভিডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) অনুসরণ করা হবে।
একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। ৬. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৭. মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের (যেমন-শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক
সনদপত্র, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা, শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার-ভিডিপি, বিশেষ যোগ্যতা ইত্যাদির সনদ সরকারি নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত) মূল কপি দেখাতে হবে এবং সকল সনদের ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা, এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। এতিমের ক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়/অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
৮. জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনরূপ অসত্য বিবরণ/তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন
করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে, এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরি প্রাপ্তির পরও যেকোনো পর্যায়ে তার সনদপত্র/প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে তাকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করবে।
১০. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার ভাতাদি প্রদান করা হবে না।
১১. বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) এ বিজ্ঞপ্তি দেখা যাবে।
১২. Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলি
(ক) আগ্রহী প্রার্থীগণ http://phger.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬-০২-২০২৩ খ্রি. সকাল ১০:০০ টা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮-০৩-২০২৩ খ্রি. বিকাল ৫:00 টা উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
১ লাখ ৭৫ হাজার বেতনে সরকারি চাকরি বিজ্ঞপ্তি ছেড়েছে পাওয়ার গ্রিড
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি:
POWER GRID COMPANY OF BANGLADESH LTD.
(An Enterprise of Bangladesh Power Development Board)
PGCB Bhaban, Avenue-3, Jahurul Islam City, Aftabnagar, Badda, Dhaka-1212 web: www.pgcb.gov.bd Date: 22.02.2023
No. 27.21.0000.201.11.002.23.905 JOB OPPORTUNITY
Power Grid Company of Bangladesh Ltd (PGCB), entrusted with the responsibility of operation,
maintenance and development of national power grid, invites applications from Bangladeshi
citizens for appointment against the position of Managing Director.
Salary and allowances (per month)
Qualification & Experience
(a) At least Engineering or Masters in Finance/ Business
graduate in Electrical/ Mechanical
Administration/Management from any university
recognized by Govt. & UGC.
(b) No third Division/Class or equivalent at any stage of the
academic career shall be acceptable. Candidates
passed in the grading system must possess at least a
Basic Pay Tk. 1,75,000/- House rent allowance 50%. Income tax-Payable by the employee.
CGPA 3.5 on a scale of 5.0 and a CGPA 2.5 on a scale of 4.0 and passed in the conventional system (class/division) must possess at least 2nd class/division. (c) At least 25 years of work experience of which at least 5 years in senior management position.
(d) At least 5 years experience in relevant field like generation/transmission/ distribution utilities. (e) Able to demonstrate knowledge about relevant Govt.
rules & regulations will get preference. (1) Able to demonstrate knowledge in company law, labor law, TQM, TPM, Preventive maintenance, corporate Governance, Strategic Management,
Project Management etc. will get preference.
(g) Must demonstrate strong participatory leadership ability. (h) Must possess adequate knowledge in corporate Management.
(i) Must have strong communication skill in Bengali & English (written & spoken) including working experience using computer.
Must have the ability to bring about change in organizational culture. (k) Person who haven't served or is not serving as at
least the position of Chief Engineer or equivalent
need not apply.
For the above position the basic salary, house rent, medical reimbursement, full time transport and other allowances will be provided as per PGCB Pay Scale-2016. In addition to the above facilities, company provides two festival bonuses and Bengali new year allowance (20% of basic salary) in a year, contributory provident fund, group insurance, leave encashment, annual increment, gratuity etc. as per service rule of PGCB.
Terms & Conditions: 1. To apply for the position of Managing Director, the maximum age limit will be 60 (sixty) years. Age would be calculated as on 09/03/2023.
2. Applications accompanying Bio-Data, three passport size photographs, attested photocopies of all educational and experience certificates, NID, citizenship certificate and pay order Tk.
2000/- (Two thousand only) in favor of Power Grid Company of Bangladesh Ltd. should be reached to the GM (P&A) at the above address on or before 09/03/2023. 3. Candidates employed in Govt./Semi Govt./Autonomous organizations or any government
owned organizations have to apply through proper channel. 4. The appointment will be made as permanent post on contractual basis initially for a maximum period of five years where maximum age limit will be 62 years.
5. The service contract will be renewable up to the age of 62 years subject to the satisfactory performance as per service rule of PGCB. 6. The authority of PGCB reserves the right to cancel the circulation and no explanation for such
action will be provided to the applicant. 7. If any fake declaration is found at any level of screening the authority has reserves the right
to cancel the candidature of the applicant.
Sd-
General Manager (P&A)
১৩৮৫ জন ওয়েম্যান নেয়া হবে তাও আবার SSC পাস হলেই রেলওয়েতে
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫ জানুয়ারি, ২০২৩ সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০২ মার্চ, ২০২৩ বিকাল ০৫.০০টা।
Wednesday, February 22, 2023
সরকারি ক্রীড়া মিনিষ্ট্রিটে SSC/ HSC পাসেই ২৬৫৯০ বেতনে চাকরি দরখাস্ত জমা নেয়া হচ্ছে
এ নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moysports.gov.bd) এবং www.moys.teletalk.com.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত/ ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moysports.gov.bd) প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রার্থীর আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও জানানো হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/ বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন;
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী / শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://moys.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/০২/২০২৩ সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬/০২/২০২৩ রাত ১২.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Monday, February 20, 2023
সরকারি স্কুলে সহকারি শিক্ষক (৳৩৮৬৮০) ও জুনিয়র শিক্ষক(৳৩০২৩০) নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর
প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস। www.dmlc.gov.bd
নং-23.22.0000.01.11.152.23-39
১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
তারিখ:
৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তি
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
ক্র. নং
পদের নাম
পদ সংখ্যা
বেতনস্কেল ও গ্রেড
শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা
সহকারী শিক্ষক
স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ২.৫ জিপিএ/সমমানের স্নাতক/সমমান ডিগ্রী। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায় পর্যন্ত পাঠ্য অথবা কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে
১৬,০০০-৩৮,৬৪০/- ১০ম গ্রেড
০৩টি
(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
একাধিক কোর্সে ন্যূনতম ০১ (এক) বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ২.৫ জিপিএ/সমমানের স্নাতক/সমমান ডিগ্রী।
২. জুনিয়র শিক্ষক
২০টি
জুনিয়র শিক্ষক (ধর্ম)
০১টি
১২,৫০০-৩০,২৩০/- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ২.৫ জিপিএ/সমমানের ফাজিল/সমমান ডিগ্রী। ১১তম গ্রেড
জুনিয়র শিক্ষক
8.
০২টি
স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে চারুকলায় স্নাতক ডিগ্রী/সমমান ডিগ্রী।
(চারু ও কারুকলা)
২৬টি
৩.
মোট =
শর্তাবলী
IS চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর।
আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ৩।
প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে হুবহু সেভাবে লিখতে হবে। 81
৫ ৷ ফরম ও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী https://job.shmrmi.gov.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
৬।
৯।
১২। মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে মূল সনদসমূহ প্রদর্শন করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক/ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।
আবেদন ফি: সহকারী শিক্ষক ৫০০/- (পাঁচশত) টাকা এবং জুনিয়র শিক্ষক ৩০০/- (তিনশত) টাকা (চার্জ প্রযোজ্য)। আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোগ্য নয়।
শিক্ষকগণের নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। পরবর্তীতে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না। তবে, ‘কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড'সহ সময়ে সময়ে প্রচলিত অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক পদে প্রার্থীদের প্রিলিমিনারি (প্রয়োজনে), লিখিত, মৌখিক ও পাঠদান পরীক্ষা নেয়া হবে।
প্রজাতন্ত্রের কর্মে (সরকারি/আধা সরকারি/বেসরকারি সংস্থা) অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। একইভাবে শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে যথাক্রমে জেলা সমাজ সেবা অফিস ও জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ দাখিল করতে হবে। ১৩।
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত/প্রকাশিত সর্বশেষ আইন, বিধি-বিধান ও নির্দেশনা অনুসরণ করা হবে। উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বদলিযোগ্য হবে। ১৪। ১৫।
চূড়ান্তভাবে নির্বাচিত ও পেমেন্ট ভেরিফাইড প্রার্থীদের Online এর মাধ্যমে প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ প্রদানের সুপারিশ করা হবে। পরবর্তীতে যে কোন সময়ে সুপারিশকৃত প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি/অসঙ্গতি/ত্রুটি/জালিয়াতি ইত্যাদি পরিলক্ষিত হলে, উক্ত প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৬।
প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য (Substantive) ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশোধন/বাতিল/শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। ১৭। ১৮।
স্বাক্ষরিত/- মহাপরিচালক
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস।
বার্তাবাহক পদে ২০০১০ সরকারি বেতনে চাকরি দিচ্ছে জনপ্রশাসন অফিস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ গণ প্রজাতন্ত্র * সরকার
জাতীয় পরিকল্পনা ও তার একাডে AATIONAL A ACADEMY FO FOR PLANNING A
00-45
ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, চাঁদপুর, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই । তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ।
জনপ্রশাসন মন্ত্রণালয়
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) নীলক্ষেত, ঢাকা-১২০৫ www.napd.gov.bd
০১ ফাল্গুন ১৪২29 তারিখঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৩
নং-০৫.৮৮.০০০০.০০৫.১১.০১৮.১৯ (অংশ-১).৯৬
নিয়োগ বিজ্ঞপ্তি
জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), ৩/এ, নীলক্ষেত, ঢাকা-এর নিম্নবর্ণিত
রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://alljobs.teletalk.com.bd/napd বা http://napd.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে । অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে নাঃ
পদের নাম, গ্রেড ও জাঃ পদ বয়স
শিক্ষাগত যোগ্যতা
মন্তব্য
নং
বেঃ স্কেল-২০১৫
সংখ্যা
হিসাবরক্ষক কাম-কোষাধ্যক্ষ
০১টি
বাণিজ্য, অংক, হিসাববিজ্ঞান
গ্রেড-১৩
বছর
(১১০০০-২৬৫৯০)
অথবা ব্যবসায়
প্রশাসনে স্নাতক
তবে যশোর, বরিশাল, বরগুনা ও ডিগ্রি।
হিসাবরক্ষণ কাজে করা হবে।
অভিজ্ঞতাসম্পন্ন
ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান
লাইব্রেরি এটেনডেন্ট
০১টি
১৮-৩০
৮ম শ্রেণী পাশ
গ্রেড-২০
বছর
(৮২৫০-২০০১০)
বার্তাবাহক গ্রেড-২০
০১টি
১৮-৩০ বছর
৮ম শ্রেণী পাশ
(৮২৫০-২০০১০)
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
২০২১ সালে যারা ‘বার্তাবাহক’ পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
আবেদনের সর্বশেষ তারিখ আগামী ১৯/০৩/২০২৩।
আবেদন করার বিস্তারিত নিয়মাবলী জানতে http://napd.teletalk.com.bd অথবা www.napd.gov.bd ওয়েবসাইট দেখুন।
পরিচালক (প্রশাসন ও অর্থ) এনএপিডি
Saturday, February 18, 2023
সরকারি জরিপকারি পদে সার্ভেয়ার নেয়া হচ্ছে ২৪৬৮০ বেতনে আবেদন নিচ্ছে
Friday, February 17, 2023
সরকার মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ বেতন ১২৫০০ - ৩২২৪০ টাকা
↗তারাব পৌরসভা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং- তাঃপৌঃ/প্রশাঃ/নিয়োগ/২০২৩/৩৯৭৯
তারিখঃ ১৪/০২/২০২৩ খ্রিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৬.00.0000.063.11.006.2২-১৭০৯, তারিখ ১৮/১২/২০২২ খ্রিঃ ছাড়পত্র মোতাবেক তারাব পৌরসভা কর্তৃক পরিচালিত তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়ের নিম্নলিখিত শূন্য পদগুলো সরাসরি পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শূন্য পদের সংখ্যা
বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
পদের নাম
বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা
নং
সহকারী শিক্ষক (বাংলা-০১) (ইংরেজী-০১) (গণিত -০১) (বিজ্ঞান-০১)
12500-32240
অনূর্ধ্ব ৩০ স্নাতক ডিগ্রীসহ বি.এড প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষকতা কার্যে ০৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
08
বৎসর
আবেদনের শর্তাবলী
8 চ. নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ও ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাক টিকেট সম্বলিত ০১টি (১০ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি) ফেরত খাম আবেদনের
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
મેં প্রার্থীকে স্ব-হস্তে আবেদন করতে হবে। স্ব-হস্তে আবেদন ব্যতীত গ্রহণযোগ্য হবে না। 0. আবেদনপত্র মেয়র, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ-কে সম্বোধন করে আগামী ০৯/০৩/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে তারাব পৌরসভার প্রশাসন বিভাগের রক্ষিত বাক্সে
জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নহে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
8. বয়সঃ (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৯ মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে)ঃ
ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
Q. পৌরসভা চাকুরী বিধিমালা ১৯৯২ অনুসারে চাকুরী নিয়ন্ত্রিত হবে।
আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, বর্ণ, ভোটার আইডির নম্বর, জন্ম তারিখ (এস.এস.সি সার্টিফিকেট অনুযায়ী), অভিজ্ঞতা (যদি থাকে) ও শিক্ষাগত যোগ্যতার বিবরণী উল্লেখ করতে হবে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলে অগ্রাধিকার পাবেন। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে।
ক. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৫ x ৫ সে.মি. আকারে ০৪ (চার) কপি রঙিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
ঘ. সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
গ. সকল শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সীল দ্বারা সত্যায়িত)।
ঘ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
ও. প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমের সাথে নিম্নবর্ণিত ছকে উল্লেখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সীল দ্বারা সত্যায়িত)।
প্রার্থীর नाम
মুক্তিযোদ্ধার নাম
মুক্তিযোদ্ধার পিতার নাম
মুক্তিযোদ্ধার ठिकाना
মুক্তিযোদ্ধার
মুক্তিযোদ্ধার
গজেট মন্ত্রণালয়ের বামুস সনদ মুক্তিযোদ্ধার নাতি নাতনী
মুক্তিযোদ্ধার দাবি করার ক্ষেত্রে প্রার্থীর উত্তরাধিকারী
মন্তব্য
জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ,
সনদ নম্বর, মুক্তিবার্তা নম্বর ও তারিখ
নম্বর ও তারিখ
সনদ নম্বর, তারিখ ও স্মারক নম্বর
নম্বর ও তারিখ
জাতীয় পরিচয়পত্র, পিতা- সনদপত্র পোষ্যদের মাতার জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কিত বিষয়ে সনদপত্র
ক্ষেত্রে প্রার্থীর পিতা- মাতার নাগরিকত্ব সনদযুক্ত প্রমাণক
১২
সাথে সংযুক্ত করতে হবে।
মেয়র, তারাব পৌরসভা অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ১০. প্রার্থীকে সংশ্লিষ্ট পদের সাথে সংগতিপূর্ণ কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের সাথে উক্ত অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংযুক্ত সকল সনদ/ অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে। ১২. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত ১৮.১০.২০২০ খ্রিঃ তারিখের ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০,৮৭৫নং পরিপত্রে বর্ণিত প্রমাণক /গেজেটসমূহের যে-কোন একটিতে আবেদনকারী প্রার্থী
বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান তার নাম থাকতে হবে। উক্ত নামের সাথে দাখিলকৃত কাগজপত্রে উল্লেখিত বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার ১৩. আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানার সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার
নাম, পিতার নাম এবং
ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
এভাবে দরখাস্ত জমা দিন↗ এই কোম্পানির ফর্মের চাকরির জন্য
মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর পিতা/মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান নাম উল্লেখ করে বীর ১৪. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র জাল, ভুল বা অসত্য প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়ন থাকতে হবে।
১৫. প্রার্থী যদি কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী
হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে
তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।
১৬. বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৭. চাকুরীরত প্রার্থীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। ১৮. প্রচলিত সরকারি বিধান মোতাবেক ও পৌরসভার জন্য প্রযোজ্য সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে। এক্ষেত্রে প্রার্থীকে তার কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সীল দ্বারা সত্যায়িত)। অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
১৯. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
২০. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের ব্যাপারে কোন সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উপস্থাপন করা যাবে না।
২২. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। ২৩. কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার
অধিকার সংরক্ষণ করেন।
(হাছিনা পাকী) মেয়র
তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ
ডিজি-৩১৮/২৩ (১০×8 )
Thursday, February 16, 2023
পরমানু শক্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি - ৭১০০০ টাকা সর্বোচ্চ বেতন সর্বনিম্ন শিক্ষা SSC
Wednesday, February 15, 2023
শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিচালকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিচালক এর কার্য
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল।
E-mail:shmchtangail@hospi.dghs.gov.bd স্মারক নং- শেখহামেকহা/টাং/20231 CL
তারিখ-
“নিয়োগ বিজ্ঞপ্তি”
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা বিভাগ, পার-১ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক ৪৫.০১.০০০০.১৪০,১১.০০১.২০.৬২০ তারিখ-২৩/১১/২০২০ ভি এবং স্মারক নং-80.00.000018021008.২২-২৩৯৩ তারিখ- ১৯/১২/২০২২ইং মোতাবেক ছাড়পত্র প্রাপ্ত শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন লিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে নব সৃষ্ট সরাসরি নিয়োগযোগ্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড ১১-১৬ (৩য় শ্রেণী) নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের জন্য http://shmcht.teletalk.com.bd এই ওয়েবসাইট ও অনলাইনে আবেদন গ্রহন করা যাচ্ছে। সরাসরি আবেদন কোনক্রমেই গ্রহনযোগ্য নয়।
পদের নাম এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন খেল
পদের সংখ্যা
মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) গ্রেড-১১, বেতন স্কেল- ১২৫০০-৩০২৩০/-
০৪ (চার) টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
8
করতে পারবেন
4
সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পাশসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা।
মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) গ্রেড-১১, বেতন স্কেল-১২৫০০-৩০২৩০/-
০১ (এক) টি
সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পাশসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা।
বেসরকারি ও শারীরিক আবেদন করতে পারবেন।
সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, গ্রেড-১৩, বেতন ফেল-১১০০০-২৬৫৯০/-
০১ (এক) টি
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বিধিমালা, ২০১০ অনুযায়ী মুদ্রাক্ষরিক যন্ত্রের ব্যবহারের পরিবর্তে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপে : সাঁটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ, এবং কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
08
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার, গ্রেড-১৪ বেতন স্কেল-১০২০০-২৪৬৮০/-
০১ (এক) টি
০১ (এক) টি
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী
বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং ইংরেজিতে ৭০ শব্দ,
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) সাঁটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ
ঘ) কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে
ot ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার,
গ্রেড-১৬, বেতন ছেল-৯৩০০-২২৪৯০/- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬, বেতন ক্ষে- ৯৩০০-২২৪৯০/-
০৫ (পাঁচ) টি
ক্যাশিয়ার,
০১ (এক) টি
বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। কোন স্বীকৃত বোর্ড হতে মেকানিক্যাল ট্রেড এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক/ সমমান পাশ এবং কম্পিউটার এমএস অফিস | ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণ
গ্রেড-১৬, বেতন স্কেল-৯৩০০-২২৪৯০/-
নিলেন কিপার,
০৩ (তিন) টি
প্রাপ্ত ও দক্ষতা। ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড-১৬, বেতন স্কেল-৯৩০০-২২৪৯০/-
খ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে ০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশর নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী অধিবাসী হতে হবে এবং ২৫-০৩-২০২০ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধ/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধীর ক্ষেত্রে ২৫-০৩-২০২০ তারিখে বয়সের উর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ২৫-০৩-২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর । ০২। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
০৩ । বিধি মোতাবেক সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহনযোগ্য হবে না।
চলমান পাতা-২
পাতা-২
টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সহ)।
০৪। প্রার্থীর যোগ্যতা যাচাইঃ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক হতে ঋ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটির ০১ (এক)
খ. প্রার্থী যে সিটি কর্পোরেশন/ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরমেয়র/কাউন্সিল কর্তৃক প্রদত্ত
নাগরিকত্বের সনদ।
গ. মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ।
ঘ. প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ । ড. জাতীয় পরিচয়পত্র (NID) / জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
5. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicants Copy) ( Admit Card)।
ছ. আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা কিংবা মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ এবং আবেদনকারীর
সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট জেলা/উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র ও মুক্তিযোদ্ধা মূল সনদের সত্যায়িত কপি। জ. শারীরিক প্রতিবন্ধি, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নী
অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ঝ. আবেদনকারীকে তার সর্বশেষ অর্থিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপ
মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। ০৫। সকল পদের জন্য লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
০৬। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন
ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখা হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
০৭। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। ০৮। লিখিত পরীক্ষার তারিখ ও সময় সূচী SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল এর নোটিশবোর্ড এবং
টেলিটকের ওয়েবসাইটে http://shmcht.teletalk.com.bd নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক
পরীক্ষার তারিখ ও সময়সূচী শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল-এর নোটিশ বোর্ড ও টেলিটকের ওয়েবসাইটে ও প্রকাশ করা হবে। ০৯। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। বিজ্ঞপ্তিটি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল এর নোটিশ বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটে (http://alljobs teletalk.com.bd) পাওয়া যাবে।
১১। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ১২। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূণ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
১৩। সরকার কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রাহন করতে হবে।
১৪। নিয়োগ সংক্রান্ত পরীক্ষার যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ১৫। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি ।
ক. পরীক্ষায় অংশগ্রহনে প্রার্থীগণ http://shmcht.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা ি (i) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৬/০২/২০২০ ফ্রি সকাল ১০.০০ ঘটিকা থেকে।
(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৬/০২/২০২০ ০৫.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত Online
আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
A Upload করবেন।
Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X, গ্রন্থ tro Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X ৩00 Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে
Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। B. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান Online এ আবেদনপত্র (Application From) যথার্থভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষ Upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভূলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নং ক্রমিকের পদের জন্য ৩০০/- টাকা করে এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৩৪.০০ টাকা, (অফেরত যোগ্য) মোট ৩৩৪/- (তিনশত চৌত্রিশ) টাকা এবং ৩ হতে ৮ নং ক্রমিকের পদের ा 200/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩.০০ টাকা (অফেরত যোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত। Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS এর নিয়মাবলীয়
প্রথম SMS: SHMCHT <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SHMCHT ABCDEF
Reply: Applicant's Name Tk 334/223 will charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SHMCHT <space> Yes <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS SHMCHT <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SHMCHT Yes 12345678
Reply: Congratulation Applicant's Name, Payment completed successfully for SHMCHT Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
5. দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি এসএমএস-এ Password পাবেন। Password এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্তে সংরক্ষণ করতে হবে।
SMS এর User ID এবং Password ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঞ্জিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি পরবর্তী সকল পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
চলমান পাতা-৩
(http://shmcht.teletalk.com.bd) এবং টেলিটকের
স্বপ্ন শপে রমজানের আগে শিক্ষা অভিজ্ঞতা ছাড়াই সিভি জমা দিন
সেদিন স্বপ্ন সুপার শপে গিয়ে ভেতরে ঢোকার রাস্তায় দেখলাম একটা বক্স রাখা আছে, যেখানে লেখা আপনার সিভি জমা দিন। সেই লেখার সাথে দেখলাম না কোন যোগ্যতা অভিজ্ঞতার কথা। মুলত সেলস ম্যান সেলস গার্ল পদের জন্যই সিভি নেয়া হচ্ছে এটা নিশ্চিত। ভেতরে যে ছেলে মেয়েরা কাস্টমারের দেখেশোনা করে তারাই সেলস গার্ল বা সেলসম্যান।
এই কাজ করতে চাইলে উত্তরা ব্রাঞ্চে গিয়ে সিভি দিয়ে আসুন। আমি মুলত উত্তরা ব্রাঞ্চে এই বক্স দেখেছি। আপনার নিকটের ব্রাঞ্চে গিয়েও খোজ নিয়ে দেখতে পারেন, সেখানেও আছে কীনা জানার জন্য।
১০ পদে সরকারি জেলা অফিসে SSC পাসেই ২০০১০ বেতনে আবেদন গ্রহন চলছে
১১. নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োপ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
১২. নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টি.এ/ডি.এ দেয়া হবে না।
১৩. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪. আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না।
১৫. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৬. অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী:
ক) আগ্রহী প্রার্থীগণ http://desirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩/02/2023 খ্রি. সকাল ১০:০০ টা।
ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/০৩/২০২৩ খ্রি. বিকাল ৫:০০ টা।
iii) উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীপণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর ৬০KB হতে হবে।
প) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
Tuesday, February 14, 2023
HSC শিক্ষাতেই ২০৪৫০ বেতনে চাকরি দিচ্ছে সরকারি স্বাস্থ অধিদপ্তর
সরকারি স্বাস্থ অধিদপ্তরে এইস এস সি পাস শিক্ষাতেই আবেদনের নিয়ম নিচে দেখুনঃ
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলি নিম্নরূপ:
জনপ্রশাসন মন্ত্রণালয়-এর স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭২০-১৪৯ তারিখ: ২২/০৯/২০২২খ্রি. মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০খ্রি. তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। তবে কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। উল্লেখ্য, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http:/hsm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০২/২০২৩ খ্রি. সকাল ১০.০০টা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০২/০৩/২০২৩খ্রি. বিকাল ০৫:০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Upload করবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে (গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৩০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৩৪/- টাকা সর্বমোট ৩৩৪/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
Monday, February 13, 2023
পল্লী বিদ্যুৎ এবার মিটার রিডার নিচ্ছে একযোগে ৩ অঞ্চলে
পল্লী বিদ্যুৎ (PolliBiddut) এবার একযোগে ৩ অঞ্চলে মিটার রিডার (MeterReader) পদবীর নিয়োগ নিচ্ছে। সুতরাং এক বিশাল সংখ্যক প্রার্থী এই সুযোগে জবটি পাবেন এটা নিশ্চিত। আগে যারা চেস্টা করেও সফল হতে পারেননি তাদের জন্য এককথায় সোণার হরিণ হাতে তুলে দেয়ার মত। বেতনের কথা বললেই নয়। কারন বেতনটাই আসল। ১৪৭০০ টাকা দিয়ে জয়েনিং হবে যা বেড়ে হবে ২৬৪৮০ টাকা। কিভাবে খুব সহজে নিমিষেই এপ্লাই করবেন ও কিভাবে এপ্লাই করলে চাকরিটা পেতে সুবিধা হবে এবং আপনার অঞ্চলে এই সুবর্ন অফারটি আছে কিনা তার সকল ইন্সস্ট্রাকশন পাবেন নিচে
আবেদনপত্র পূরণ ও জমাদান - অঞ্চল ১
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েব সাইট (pbs2.sirajganj.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং- পমাসপ১১০-০০২, ভার্সন-০১) ডাউন লোড অথবা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর অথবা সকল পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সদর দপ্তর হতে উক্ত আবেদন ফরম সংগ্রহ পূর্বক প্রার্থী নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 27/02/2013 খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২, শিয়ালকোল, সিরাজগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ, সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোন আবেদন এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন পত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
আবেদনপত্র পূরণ ও জমাদান - অঞ্চল ২
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইট ( www.pbs.khulna.gov.bd) হতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) এর জন্য নির্ধারিত আবেদন ফরম (ফরম নং-পদ্মাসপ- ১১০-০০২, ভার্সন-০১) A-4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক প্রয়োজনীয় তথ্য, আবেদনকারীর ছবি, অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ/ পৌর মেয়র/ ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রসহ আবেদন ফরম নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৮/০২/২০২৩ খ্রীঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, ঠিকরাবন্দ, খুলনা এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্দিষ্ট ফরম ব্যতীত এবং উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন পত্র পুরণ ও জমাদান - অঞ্চল ৩
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েব সাইট (web pbs.chapainawabganj.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নং- ১১০- ০০২, ভার্সন-০১) ডাউন লোড অথবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর অথবা সকল পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সদর-দপ্তর হতে উক্ত আবেদন ফরম সংগ্রহ পূর্বক প্রার্থী নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী ২৮.০২.২০২৩খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে/টাইপকৃত কোন আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
Sunday, February 12, 2023
রেলের টিটি পদে এপ্লাই করুন HSC পাসেই ২৩৪৯০ টাকা বেতনে জয়েন করুন দ্রুত
রেলের টিটি পদে এপ্লাই করুন HSC পাসেই ২৩৪৯০ টাকা বেতনে জয়েন করুন দ্রুত
রেলওয়েতে এপ্লিকেশন জমার লিংক এবং লাস্ট ডেট দেয়া হলো নিচে।
🠟
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী br.teletalk.com.bd য়বসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা
i. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ সকাল ১০.০০ টা।
ii. Online - নগর জমাদানের শেষ তারিখ ও সময় ২০ মার্চ, ২০২০ বিকাল টা।
আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে। অন্য কোনভাবে আবেদন গ্রহনের কোন প্রকার সিস্টেম নেই। যারা এপ্লাই করতে চান তারা নির্ধারিত সময়ের আগে এপ্লাই করবেন। এপ্লাই করার আগে নিয়ম কানুন গুলো ভাল করে পড়ে নিবেন। অনেক নিয়ম আছে যেগুলো যদি আপনি ফলো না করে তাহলে আপনার এপ্লিকেশন রিজেক্টেড হয়ে যেতে পারে। তাই ধীরে সুস্থে এপ্লাই করবেন।
সরকারি বন প্রহরী পদে SSC শিক্ষাতেই ২১৮০০ বেতনে নিজ এলাকায় জয়েন করতে পারবেন যেকেউ
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সামাজিক বন বিভাগ, ঢাকা বনভবন, মহাখালী, ঢাকা-১২১২
স্মারক নং- ২২.০১.0000.606.05.431.22.357
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ : ০৯.০২.২০২৩ খ্রিঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://cfcc.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম
পদের সংখ্যা
বেতন গ্রেড ও স্কেল (জাতীয় বেতন স্কেল- ২০১৫)
যোগ্যতা
যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
ঢাকা,
গাজীপুর,
মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ
নারায়ণগঞ্জ, নরসিংদী,
মাদারীপুর, রাজবাড়ী,
শরীয়তপুর, কিশোরগঞ্জ
ও টাঙ্গাইল জেলা।
তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সকল জেলার পারবেন।
ফরেস্ট গার্ড (বন প্রহরী)
৯৫ (পঁচানব্বই)
গ্রেড-১৭ বেতন স্কেল ৯,০০০-২১,৮০০/-
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নারায়ণগঞ্জ, নরসিংদী, খ) উচ্চতা ১৬৩ সে. মি. ও বুকের মাপ ৭৬ সে. মি. ।
অফিস সহায়ক
১১ (এগার)
গ্রেড-২০ বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/-
ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) সুস্বাস্থ্যের অধিকারী।
ও টাঙ্গাইল জেলা। তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফরম পূরণ ও নিয়োগ সংক্রান্ত শর্তাবলী
আবেদন শুরুর তারিখে (১৪/০২/২০২৩) আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং ২৫/০৩/২০২০ খ্রি: তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে ২৫/০৩/২০২০ খ্রি: তারিখে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
কোন সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ ৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
করতে হবে এবং আবেদনপত্রের সহিত যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল / প্রদর্শন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
ক) পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে http://cfcc.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
পূরণ করতে হবে।
i. Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০২/২০২৩, সকাল ১০:০০টা। ii. Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৩/০৩/২০২৩, বিকাল ৫:০০টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা
দিবেন। এতদসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি, নিয়মাবলী ও শর্তাবলী টেলিটক-এর লিংক http://cfcc.teletalk.com.bd এবং বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd-এ পাওয়া যাবে।
(মোঃ সাইদুল ইসলাম) সদস্য সচিব
বিভাগীয় পদোন্নতি/নিয়োগ বোর্ড (ঢাকা বিভাগ)
সামাজিক বন বিভাগ, ঢাকা
Email: dfosfdhaka@gmail.com
বিভাগীয় বন কর্মকর্তা
ডিজি-২৯১/২৩ (৮°×৩)
Friday, February 10, 2023
সরকারি তথ্য অফিসে নিয়োগ বিজ্ঞপ্ত - HSC/SSC/ সম্মান বেতন ৩০,০০০ পর্যন্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদফতর
বাংলাদেশ সচিবালয়, ঢাকা www.pressinform.gov.bd
তারিখ: 24.01.2023 খ্রি.
নং- 15.52.0000.011.11.571. ২২-২১৪
নিয়োগ বিজ্ঞপ্তি
তথ্য অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ১১-১৬ গ্রেডের এবং ১৭-২০ গ্রেডের নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ীভিত্তিতে সরাসরি লোক নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণনানুযায়ী
শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
ক্র. নং
পদের নাম, বেতনস্কেল ও গ্রেড (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
শূন্য পদের
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দারবান, রাঙ্গামাটি, নওগাঁ, পঞ্চগড়, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ জেলার আবেদন করার প্রয়োজন নেই।
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
টা: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
সংখ্যা ০৯ টি
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি ;
(খ) কম্পিউটারে Ms Word ও Power Point সম্পর্কে অভিজ্ঞতা; (গ) পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা;
এবং (ঘ) ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা।
ফটোগ্রাফার
০৪টি
টা: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য ২য় শ্রেণি বা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি ; (খ) ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে; (গ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন
০৬ (ছয়) মাসের কোর্সের সনদ; (ঘ) বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা; এবং
(ঙ) ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা।
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা
সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
০৫টি
সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) বাংলা ও ইংরেজি সাঁটলিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫
ও ৭০ শব্দ। বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২৫
টা: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
ও ৩০ শব্দ; (ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
08
ড্রাইভার
টা: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
০৩ টি
ক্যাটালগার
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) ড্রাইভিং লাইসেন্স : গ্রেড-১৫ এর ক্ষেত্রে: ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং
লাইসেন্স; (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন; এবং সরকারী যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯
এর (ঘ) তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীৰ্ণ৷ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০১টি
টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) স্টোর অ্যাসিস্ট্যান্ট
টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
০১টি
কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটারে MS Word ও Excel সম্পর্কে অভিজ্ঞতা।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক টা: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
০৪টি
উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে ২০ ও ২০ শব্দ;
(ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি
ot
অফিস সহায়ক
টা: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)
১৮টি
চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মানিকগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষীপুর, রাঙ্গামাটি,
জয়পুরহাট, পাবনা, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি,
বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার
প্রয়োজন নেই।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনকারীগণের জন্য প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলী
(01)
(02)
প্রার্থীদের বয়স ০১.০১.2023 খ্রি: এ ন্যূনতম ১৮ (আঠারো) বছর এবং 25.03.2020 খ্রি. তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর তারা আবেদনের যোগ্য। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫.০৩.২০২০ খ্রি. তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর তারাও আবেদনের যোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। ক্রমিক নং ০৩ ও ক্রমিক নং ০৭ এর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য ;
কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবেন না যদি তিনি- (ক) বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এবং
(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নহেন;
(60) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে; প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরণের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে;
(08) (05) প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
(06) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে;
(09) সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে; মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যা, মহিলা, এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার-ভিডিপি, প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে; (০৮)
(০৯) কেউ প্রকৃত তথ্য গোপন করে চাকুরি গ্রহণ করলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে; ক্রমিক নং-১ হতে ৮ এর প্রয়োজনীয় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক/বাছাই/লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনরকম ভ্রমণভাতা বা দৈনিকভাতা (10)
(টিএ/ডিএ) প্রদান করা হবে না;
(11) নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (অধিদফতরের) সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং বিজ্ঞপ্তির শূন্যপদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। (12)
(১৩) আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক.
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://pid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: (১) Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০ জানুয়ারি, ২০২৩; সকাল ১০.০০টা।
(২) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৩; বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload খ.
করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, যেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।