Friday, November 25, 2022

আজ থেকে শুরু হয়েছে পুলিশের সার্জেন্ট পদে আবেদন গ্রহণ

লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি


১) শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;


২) http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে:


৩) উষ্ণ আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে:


৩) অনলাইন আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে:


৪) প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; ৬.২.৫ উক্ত আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

দ্বিতীয় ধাপ


১) প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;


প্রথম এসএমএস (SMS): SER <space> USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: SER LMNOPQ


Reply: "Applicant's Name", TK 550/- will be charged as application fee with charge for Sergeant Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SER<space>YES<space>PIN NUMBER & Send to 16222.


দ্বিতীয় এসএমএস (SMS) SER<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে: Example: SER YES xxxxxxxxxx


Reply: Congrats! "Applicant's Name", Your payment has been completed successfully for the application of Sergeant Recruitment Examination 2022. USER ID is (LMNOPQ) and PASSWORD is (xxxxxxxxxx).


২) পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তরসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।




1 comment:

  1. মো মন্জুরুল ইসলামNovember 29, 2022 at 7:44 AM

    মো মন্জুরুল ইসলাম
    গ্রাম ঃ পান বাড়ি
    জেলা ঃ রংপুর
    নাম্বার 01750629673

    ReplyDelete

প্রশ্ন থাকলে লিখুন