Thursday, November 24, 2022

সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - ২০২৩

২০২২ - ২৩ এর সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আশাকরা যায় আর কিছুদিনের মধ্যেই। তবে এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এপ্লাই করার সিস্টেম কিছুটা ভিন্ন হতে পারে। তবে কি ধরনের ভিন্নতা আসবে সে বিষয়ে এখনো কোন প্রকার মতামত কারো কাছ থেকে তেমন গুরুত্বের সাথে পাওয়া যায়নি।

ঠিক কবে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি?

আশা করা যায় আগামি মাসেই প্রকাশি হবে। তবে যদি বিশেষ কোন কারনে আগামি মাসে প্রকাশিত হতে না পারে সেক্ষেত্রে আগামি বছরের শুরুতেই প্রকাশিত হবে বলে আশা করা যায়।

বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কিভাবে জানতে পারবো?

বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথে আমাদের এই সাইটে বিজ্ঞপ্তির কপি প্রকাশ করা হবে।

সবাই কি এপ্লাই করতে পারবে?

শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ঠিক থাকলে যেকেউ এই জবের জন্য এপ্লাই করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আমার একটি প্রশ্ন ছিল, কাকে জিজ্ঞেস করতে পারি?

নিচের কমেন্টে আপনার প্রশ্ন লিখুন। ৩ মিনিটের মধ্যে উত্তর লিখে জানানো হবে।











8 comments:

  1. Ami apply korte chai

    ReplyDelete
  2. Sikkhagoto joggata kirokom thaka lagbe

    ReplyDelete
    Replies
    1. শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে?

      Delete
  3. কি সিস্টেমের

    ReplyDelete
  4. শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে আর কিভাবে আবার সার্কুলারটা জানতে পারবো প্লিজ

    ReplyDelete
  5. আমার স্থায়ি ঠিকানা পিরোজপুর জেলা, এবং অস্থায়ি ঠিকানা বগুড়া, এবং আমার এনআইডি কার্ডে বগুড়া ঠিকানা, তাহলে কি আমি প্রাইমেরি বগুড়া জেলা থেকে আবেদন করতে পারবো, দয়া করে জানালে উপকৃত হতাম বস

    ReplyDelete
  6. Eta kno shaler? Kokon circular dibe? Ami female...HSC complete korchi Hons podtechi ami abedon korte parbo?

    ReplyDelete

প্রশ্ন থাকলে লিখুন