Skip to main content

Posts

তাহলে তাপে বাড়ার মুল কারন কি?

মানুষ মনে করতেছে, প্রচুর পরিমানে গাছ কাটার কারনে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাপমাত্রা কমাতে গাছের ভুমিকা খুবই নগন্য। তাপমাত্রা কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে জ্বলাধার। গত কয়েক বছরে আমাদের দেশের নদী নালা জালাধারগুলো ভরাট করে বাড়িঘর বানানো হয়েছে। তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধিত মুল কারন এটাই। যতই গাছ লাগানো হোকনা কেন, তাপমাত্রা কমবে না একটুও যদি জলাধার বাড়ানো না যায়। অনেক নদী এখন মরেই গিয়েছে।  সো, গাছ লাগাচ্ছি আর মনে করতেছি যে তাপ কমবে, সেটা একদম অমুলক। গাছ দিয়ে ভরে ফেল্লেও তাপ কমার চান্স নেই যদি আশেপাশে প্রচুর উন্মুক্ত জলাধার না থাকে। কিছুদিন আগেও ঢাকায় প্রচুর জলাধার ছিল। এয়ারপোর্ট এরিয়া প্রায় নদীর মত ছিল। সব ভরে ফেলা হয়েছে। থার্ড টার্মিনালের ওখানে ছিল এক বিশাল পুকুর। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে বয়ে গিয়েছিল বিশাল এক লেক। সেটা এখন অদৃশ্য। আশিয়ান সিটিতে ছিল বিশাল এক বিল। সেটা এখন কল্পনার জগতে চলে গিয়েছে। বাকি অন্য এরিয়ার কথাতো বলাই বাহুল্য। ধ্বংসের শেষপ্রান্তে ঢাকার সবগুলো জলাধার। এই জলাধার না করে গাছ লাগিয়ে কোন লাভ নেই বিন্দুমাত্রও

Government Assistant Teacher - 10th Grade

 

কত ঘন্টা?

 আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার পালা শেষ হলেই স্মরন কালের ভয়াবহ বৃষ্টির আশংকা দেখা দিয়েছে। এই বৃষ্টি আক্রমন করবে দেশের প্রতিটি কোনায় কোনায়। প্রতিটি জেলা শহরকে এই ঝড় বৃষ্টি লন্ডভন্ড করে চুবিয়ে ডুবিয়ে দিয়ে যাবে। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

কি কি করতেছে ছাত্ররা?

গাজার সাপোর্টে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে আমেরিকার একটির পর ইউনিভার্সিটিতে। কতৃপক্ষ কোন ভাবেই এই ভয়াবহ ছাত্র আন্দোলোন ঠেকাত পারতেছে না। বেশ কিছু ভার্সিটি থেকে ব্যাপক সংখ্যক ষ্টুডেন্টদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাতে কোন লাভ হচ্ছেনা। আগুনের হলকার মত ছড়িয়ে যাচ্ছে আন্দোলন এক ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে

তিমির সাথে কি কথা হল?

প্রথমবারের মত তিমির সাথে ইংরেজিতে কথা বলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। কি কথা হয়েছে? তিমিকে বিজ্ঞানীরা বোঝাতে পেরছেন ২ টি ইংরেজি লাইন। এগুলো হলঃ ১) Blow the net deeper যার বাংলা হচ্ছে, জাল আরো গভীরে ফেলুন ২) তিমি একটি কথার জবাবে, মানুষকে বলেছিল, You Idiot  তার মানে, মানুষকে প্রতাজিকে ইডিয়ট বলেছে তিমি। এছারা, অন্য চাকরিগুলোও করতে পারেন নিচের লিষ্ট থেকে